ঢাকা: বাংলাদেশের শীর্ষস্থানীয় খাতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বসুন্ধরা খাতা টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে নটরডেম ডিবেটিং ক্লাব আয়োজিত ১৩তম ডিবেটার্স' লীগ-২০২৫ এবং ৩৬তম ন্যাশনালস ডিবেট প্রতিযোগিতায়।
এ প্রতিযোগিতা আগামী ১০ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে, যা বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংলাপের এক বিশাল মঞ্চ তৈরি করবে।
আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, বসুন্ধরা খাতা, যাদের পণ্য বিশ্বস্ততার প্রতীক, তাদের টাইটেল স্পন্সর হিসেবে এ আয়োজনে যুক্ত হয়ে দেশের তরুণ বিতার্কিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করতে সহায়তা করছে। বসুন্ধরা খাতার এ একতা বিতর্কের মাধ্যমে তরুণদের মাঝে সৃজনশীলতা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং বুদ্ধিবৃত্তিক আলোচনা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, এবারের ১৩তম ডিবেটার্স' লীগ এশিয়ান পার্লামেন্টারি ডিবেট ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দলে তিনজন উচ্চমাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিতার্কিক থাকবে এবং একজন অভিজ্ঞ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিক টিম ম্যানেজার হিসেবে দলের দিকনির্দেশনা দেবেন। এ টিম ম্যানেজারদেরও নির্দিষ্ট কিছু পর্বে বিতর্ক করার সুযোগ থাকবে। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে, এবং প্রতিটি দল একটি ফুটবল ক্লাবের প্রতিনিধিত্ব করবে, যা এবারের আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করবে।
এছাড়াও, বসুন্ধরা খাতা সহযোগিতায় অনুষ্ঠিত হবে ৩৬তম ন্যাশনালস ২০২৫, যেখানে উচ্চমাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিতার্কিকরা ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) ডিবেট ফরম্যাটে অংশগ্রহণ করবেন।
নটরডেম ডিবেটিং ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতা ছাড়াও একটি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) কুইজ আয়োজন করা হবে, যা বিতার্কিকদের ভূরাজনৈতিক জ্ঞান প্রদর্শন ও মূল্যায়নের সুযোগ সৃষ্টি করবে।
এ বিষয়ে নটরডেম ডিবেটিং ক্লাবের মডারেটর শুভাশিস সাহা বলেন, ১৯৫৩ সালে নটরডেম ডিবেটিং ক্লাব বাংলাদেশে যাত্রা শুরু করে গত ৭২ বছর ধরে ডিবেট চর্চা করে যাচ্ছে। নটরডেম থেকেই বাংলাদেশে বিতর্ক চর্চা শুরু। এখানে এটা চালু করেছিলেন ফাদার আর ডব্লিইউ টিন। তারপর থেকে প্রতিবছর আমরা আয়োজন করি ন্যাশনাল ডিবেট ফেস্ট। এটা ৩৬তম ডিবেট ফেস্ট, এজন্য আমরা খুবই গর্বিত ও আনন্দিত।
তিনি বলেন, এবছর আমরা তিন ধাপে অনুষ্ঠানটি করছি। প্রথমতো ১৬ টি টিম নিয়ে ন্যাশনাল ডিবেটার্স' লীগ করছি, ৪০টি টিম নিয়ে আমরা করছি ন্যাশনাল ডিবেট বা এনডিসি ন্যাশনাল এবং যারা একেবারেই নতুন স্কুল থেকে এসেছে তাদের জন্য নভিস ডিবেট। এ তিনটি ধাপে আমাদের ১০ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত প্রোগ্রামটি চলবে। আমরা মনে করছি বিতর্ক কেন্দ্রিক একটি ভালো উৎসব করতে পারবো। এ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে নটরডেম কলেজের অধ্যক্ষ। তিনি সব সময় আমাদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমাদের ক্লাব থেকে অনেকেই ন্যাশনাল ডিবেটার্সে পরিণত হয়েছেন এমন অনেক উদাহরণ রয়েছে।
তিনি বলেন, আমাদের এ ৩৬তম ডিবেট ফেস্টের পৃষ্ঠপোষকতা করছে দেশের স্বনামধন্য ও দেশে বৃহত্ততম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ সব সময় আমাদের সাথে থাকে। আমরা সব সময় বসুন্ধরা গ্রুপের কাছ থেকে সহযোগিতা পেয়ে থাকি এবং ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপ আমাদের সাথে থাকবে এবং সকল ধরনের সহযোগিতা পাবো বলে আশা করছি। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিতর্ক চর্চার মাধ্যমে তরুণদেরকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে।
নটরডেম ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট (প্রশাসন) মো: সাকিবুল ইসলাম সাকিব বলেন, আজকে আমাদের ৩৬ তম ডিবেটার্স লীগের ওকশন চলছে। ১৬ টি টিম ম্যানেজার তাদের টিম গোছাচ্ছে। এছাড়াও আমাদের ১৩তম ডিবেটার্স' লীগ এশিয়ান পার্লামেন্টারি ডিবেট হবে। একই সঙ্গে আইআর কুইজ প্রতিযোগিতা হবে। এই আয়োজনে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপারের আসাটা হচ্ছে আমাদের জন্য একটা বড় সাপোর্ট। এই আয়োজনে যে ধরনের সার্পোট প্রয়োজন সেটা বসুন্ধরা গ্রুপ থেকে পাচ্ছি। তাদের এ ধরনের উদ্যোগের জন্য আমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি সকলের উৎসাহ বাড়ে। একই সঙ্গে আমাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারি।
এ বিষয়ে বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং সেক্টর সি) সৈয়দ জুলকার নাইন বলেন, বসুন্ধরা গ্রুপ নটরডেমে কলেজের ডিবেটিং ক্লাবকে পৃষ্ঠপোষকতা করছে। যেটা দেশে সর্ব প্রথম ডিবেটিং ক্লাব ১৯৫৩ সাল থেকে তাদের কার্যক্রম চালি যাচ্ছে। এই ক্লাবের এবছর ন্যাশনার ডিবেট প্রতিযোগীতা হবে এবং ডিবেটার্স লীগ অনুষ্ঠিত হবে বাংলা এবং ইংরেজি মাধ্যমে। বসুন্ধরা খাতা দেশের ছাত্র- ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। সেজন্য আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানানো ও তাদের পৃষ্ঠপোষকতা করতে।
তিনি বলেন, বসুন্ধরা খাতার টাইটেল স্পন্সরশিপের মাধ্যমে, নটরডেম ডিবেটিং ক্লাব এবং বসুন্ধরা খাতা একযোগে একটি শীর্ষ মানের বিতর্ক আয়োজনের মাধ্যমে দেশের তরুণ বিতার্কিকদের সেরা দক্ষতা প্রদর্শনের সুযোগ প্রদান করবে। আগামী ১০ থেকে ১২ এপ্রিল তিন দিন এ বিতর্ক প্রতিডোগিতা অনুষ্ঠিত হবে। আমরা এই অনুষ্ঠানে লজিস্টিক সাপোর্ট সহ আর্থিক সহযোগিতা করছি। একই সঙ্গে বসুন্ধরা খাতার পক্ষ থেকে শিক্ষার্থীদের বসুন্ধরার শিক্ষার উপকরণ দেওয়া হবে। বসুন্ধরা খাতা এ আয়োজনের সফলতা কামনা করছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
জিসিজি/জেএইচ