ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি ১০ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, নভেম্বর ২৫, ২০১২
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি ১০ ডিসেম্বর

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১০ ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে।



রোববার দুপুর ১টায় ফলাফল প্রকাশ করা হয় বলে জানান ভর্তি কমিটির সভাপতি প্রফেসর নারায়ণ সাহা।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission থেকে অথবা যে কোনো মোবাইল ফোনের মাধ্যমে জানা যাবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডেও টানিয়ে দেওয়া হয়েছে।

মোবাইলের মাধ্যমে ফলাফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SUST স্পেস RESULT স্পেস Admission Roll লিখে ১৬১৬ নম্বরে এসএমএস করতে হবে।

বাংলাদেশ সময়:  ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
এসএ/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।