ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

শিক্ষা

স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে বরিশাল বিভাগে ব্লকেড কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, আগস্ট ১২, ২০২৫
স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে বরিশাল বিভাগে ব্লকেড কর্মসূচি ঘোষণা সংবাদ সম্মেলনে মহিউদ্দিন রনিসহ অন্যরা।

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বুধবার (১৩ আগস্ট) সমগ্র বিভাগে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল চারটায় আন্দোলনের ১৬তম দিনে ব্লকেড কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহিউদ্দিন রনি।

দুপুর সাড়ে ১২টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ ও সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন শুরু করে।

বিকেল চারটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠক রনি বলেন, আমরা বরিশালবাসী শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সবাই ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছি। হাসপাতালের সিন্ডিকেট দালাল চক্র খুবই শক্তিশালী। তাদের সিন্ডিকেট ভেঙে দিতে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস দিতে কেন এত ভয় হয়। আমরা বুঝতে পারছি, তিনি হয়তো ভয় পাচ্ছেন। আপনাদের জনগণ বসিয়েছে। আমরা বলতে চাই আপনারা সিন্ডিকেট ভাঙার জন্য অ্যাকশন নেন। দেশের মানুষ আপনাদের সাথে থাকবে। আমরা আপনাদের হাতকে শক্তিশালী করবো। আমরা আপনাদের সহযোগিতা করবো।  

রনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ভোলাগঞ্জে সাদা পাথরের যে হরিলুট চলছে। সেখানে পরিবেশ উপদেষ্টা গিয়ে সিন্ডিকেটের কাছে স্যারেন্ডার করেছে। এ থেকে বোঝা গেছে, এই সিন্ডিকেটের কাছে উপদেষ্টারা খুবই অসহায়। পরিবেশ উপদেষ্টার উচিত সরি বলে পদত্যাগ করা। একই ফরমেটে আমরা যদি দেখি গত ১৬ দিন শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছে। তারা অনশন করতে বসে গেছে। ৫ জন শিক্ষার্থী অনশন করছে। ৪০ ঘণ্টা পার হয়ে গেছে। তারা এক ফোটা পানি খেয়ে দেখেনি। তাদের যদি কোনো ক্ষতি হয়। এর দায় সম্পূর্ণ স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে। স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে চাই দ্রুত বরিশালে আসেন। প্রয়োজনে রংপুর যান, চট্টগ্রাম গিয়ে দেখেন হাসপাতাল ক্লিনিকগুলোর কি অবস্থা। আপনি প্রয়োজনীয় স্টেপ নিন। সিন্ডিকেট দমন করার একটা সেল গঠন করেন। গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সাথে আপনারা বেইমানি কইরেন না। আপনারা যদি না পারেন আপনারা আপনাদের দায়িত্ব, চেয়ার ছেড়ে সম্মানে চলে যান। আমাদের হেডমওয়ালা উপদেষ্টা দরকার। যিনি আমাদের এ সমস্যা সমাধান করবেন। আমাদের শক্তিশালী মানুষ দরকার। যারা অন্তর্বর্তী সময়ে সব সমস্যা সমাধান করতে পারবেন। লাগাতার কর্মসূচি চলছে, চলবে। অনশনে বসেছে। একজন, তিনজন থেকে ৫ জন এসেছে। কাল থেকে ৫০ জন হবে। আমরা সব বরিশালবাসী শান্তিপূর্ণ আন্দোলন করি অনশনে বসি তার সব দায় কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে।  

বুধবার (১৩ আগস্ট) ঠিক ১১টায় পুরো বরিশাল বিভাগে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন রনি।


এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ