ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

বগুড়ায় বিপুল উৎসাহে বই উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, জানুয়ারি ২, ২০১৪

বগুড়া: বগুড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়। দিনভর জেলার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে পুস্তক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

   

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করতোয়া সদর উপজেলার পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।

বগুড়ার পুলিশ সুপারের পক্ষে সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) গাজিউর রহমানের সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ উ‍ৎসব-২০১৪ অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) সুফিয়া নাজিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহীম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সোনালী সরকারসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪            
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।