ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাক্ষা‍ৎকার ১৫ জানুয়ারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাক্ষা‍ৎকার ১৫ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘খ’ ইউনিটের অধীনে ২০১৩-১৪ শিক্ষা বর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।

প্রথম পর্যায়ে প্রতিদিন ৫০০ জন করে মোট ২৫০০ প্রার্থীর সাক্ষা‍ৎকার নেওয়া হবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

সাক্ষাৎকার কলা অনুষদের ডিনের অফিসে নেওয়া হবে।

এছাড়া সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে ৪ হাজার পর্যন্ত প্রার্থীর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত নেওয়া হবে।
 
মঙ্গলবার ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৯ জানুয়ারির মধ্যে যে সব বিভাগের আসন পূরণ হবে না সে সব বিভাগের সাক্ষাৎকার পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ নভেম্বর ‘খ’ ইউনিটের সাক্ষা‍ৎকারের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু হরতাল অবরোধের  কারণে তা স্থগিত হয়ে যায়।   গত ৮ নভেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৭১০ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।