ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসইউবি ও বিসিএসআইআর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪

ঢাকা: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। প্রতিষ্ঠান দু‘টির মধ্যে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র বাড়ানোর লক্ষ্যে বিসিএসআইআর-এ সম্প্রতি এই স্মারক স্বাক্ষরিত হয়।



এসইউবির রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলা এবং বিসিএসআইআর-এর সচিব ড. মো. জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

এসইউবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী, বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ছিলেন এসইউবির ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. এম এ রশিদ এবং একই বিভাগের প্রধান অধ্যাপক ড. রেবেকা বানু।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।