ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জবির আইন অনুষদের ডিনের ওপর হামলা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, জানুয়ারি ১৭, ২০১৪
জবির আইন অনুষদের ডিনের ওপর হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের ডিন সরকার আলী আক্কাসের ওপর হামলা করেছেন দুর্বৃত্তরা।

শুক্রবার রাত পৌনে ৮টায় রমনা চায়নিজ রেস্টুরেন্টের কাছে সাত-আটজন দুর্বৃত্ত তার পথরোধ করেন।

এ সময় দুর্বৃত্তদের একজন তার নাম জানতে চান। নাম জানার পরপরই তারা তাকে মারধর শুরু করেন।

এসময় তার সঙ্গে থাকা আইন বিভাগের প্রভাষক খায়ের মাহমুদের চিৎকারে আশেপাশের লোক জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রমনা থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে রমনা থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সরকার আলী আক্কাসের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জবির আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম।

ড. মো. সেলিম এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/এসএফআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।