ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবির সাবেক ভিসি ড. মুস্তাফিজুর আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, জানুয়ারি ১৮, ২০১৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ভিসি, কোরআন গবেষক ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আর নেই (ইন্নালিল্লাহে.... রাজেউন)।

শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে এ হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

গত ৬ জানুয়ারি সোমবার তার রোগমুক্তি কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ, নেছারাবাদ মাদরাসা এবং কায়েদ ছাহেব হুজুর খানকায় দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।