ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

সিকৃবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, জানুয়ারি ১৮, ২০১৪
সিকৃবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনসহ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি টিচার্চ ট্রেনিং কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি কলেজসহ মোট ৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা হয়।



সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের নেতৃত্বে একটি টিম বিভিন্ন হল পরিদর্শন করে। পরিদর্শন টিমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবসহ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভর্তি পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শাহাবুদ্দিন জানান, এ বছর প্রায় ৪০০ আসনের বিপরীতে মোট ৫৭৮৭ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনপত্র জমা দেয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।