ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনিয়মের মধ্য দিয়ে ইবির ভর্তি পরীক্ষা, আটক ২

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
অনিয়মের মধ্য দিয়ে ইবির ভর্তি পরীক্ষা, আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রথমদিনের পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ধর্মতত্ত্ব অনুষদের ‘এ’ ইউনিট ও দুপুর ২টা থেকে আইন ও শরীয়াহ অনুষদের ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।



পরীক্ষার প্রথমদিনে শতকরা ৮০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত থাকলেও এইচ ইউনিটের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এছাড়া এইচ ইউনিটের পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে শুনে শুনে পরীক্ষা দেওয়ার সময় এক ছাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরে দ্বিতীয় শিফটের পরীক্ষায়ও এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে এইচ ইউনিটের পরীক্ষার শুরু থেকেই ছাত্রদল, শিবির, ছাত্রলীগ, ছাত্রলীগ জাসদের বেশ কয়েকজন নেতাকর্মীকে পরীক্ষার হলে ঘোরাঘুরি করতে দেখা যায়।

এইচ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় মীর মোশারফ হোসেন একাডেমিক ভবনের ৩২৭ নম্বর কক্ষ থেকে এক ছাত্রীকে নকল করা অবস্থায় আটক করেন দায়িত্বরত শিক্ষক। প্রিয়তমা খাতুন নামে ওই ছাত্রী মোবাইলের ব্লুটুথ ও হেডফোনের মাধ্যমে উত্তর শুনে পরীক্ষা দিচ্ছিলেন বলে দায়িত্বরত শিক্ষক অধ্যাপক ড. ইয়াকুব আলী জানান।

পরে ওই ছাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করলেও পরীক্ষা বাতিল করে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ উঠেছে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারি গফফারের চাপ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পরে দ্বিতীয় শিফটে অনুষদ ভবনের ২০৩ নং কক্ষ থেকে আমিনুল ইসলাম নামে এক ত্রিশোর্ধ্ব ভুয়া পরীক্ষার্থীকে আটক করেন দায়িত্বরত শিক্ষক ড. নুরুন্নাহার। পরে ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।

এদিকে, বিকেল ৪টায় দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরুর পূর্ব মূহুর্তে অনুষদ ভবনের ১০১, ১০২, ১০৩, ২০৩ ও ৩০২ নং কক্ষে কয়েকজন ছাত্রদল, শিবির, ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের নেতাকর্মীদের পরীক্ষার্থীদের সঙ্গে প্রবেশ করতে দেখা যায়।

এছাড়া পরীক্ষা কিছু সময় পর ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু, ছাত্রদল কর্মী মাহবুব এবং জাসদ ছাত্রলীগের সাধারণ সমম্পাদক মোস্তফা ইবনে হককে অনুষদ ভবন থেকে বের হতে দেখা যায়।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গির হোসেন বাংলানিউজকে বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।