ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবিতে ভর্তি পরীক্ষার শেষ দিনে আটক ১

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জানুয়ারি ২২, ২০১৪
ইবিতে ভর্তি পরীক্ষার শেষ দিনে আটক ১

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরীক্ষায় নকল করার দায়ে ফুজাইল খান নামে পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার শেষ দিন বুধবার তাকে আটক করা হয়।



আটক ফুজাইল খানের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষক ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভুক্ত ‘জি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে মোবাইলে এসএমএসের মাধ্যমে নকল করছিলেন ফুজাইল। এসময় হলে দায়িত্বরত শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম তাকে আটক করে।

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন পরে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় সোপর্দ করেন।

এদিকে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

ইবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে জানান, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা শেষ করা সম্ভব হয়েছে।

এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।