ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে তৃতীয়দিনের মতো ভর্তি পরীক্ষা চলছে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
রাবিতে তৃতীয়দিনের মতো ভর্তি পরীক্ষা চলছে

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তৃতীয়দিনের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এ ভর্তি পরীক্ষা শুরু হয়।



সকাল ৯টা থেকে ‘সি’ ইউনিটের বিজোড় রোল নম্বর, সকাল ১১টা থেকে ‘সি’ ইউনিটের জোড় রোল নম্বর, দুপুর ১টা থেকে ‘এইচ’ ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বিকেল ৩টা ৩০মিনিটে থেকে এইচ ইউনিটের জোড় রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে। আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে জানা যাবে।

ক্যাম্পাসের প্রবেশপথ ও পরীক্ষা কেন্দ্রের কাছে স্থাপিত নোটিশ বোর্ডেও তা টানানো থাকবে। পরীক্ষার্থীদের আসন বিন্যাস অনুযায়ী নির্ধারিত কক্ষেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন অথবা ওই ধরনের অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।