সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা তালিকা থেকে ভর্তি ৩০ জানুয়ারি শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।
আরো জানানো হয়, মেধাতালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম বুথে ভর্তি ইচ্ছুক অনুষদের পছন্দক্রমসহ রিপোর্ট করতে হবে। ওইদিনের নির্ধারিত সময়ের পর আর কোনো রিপোর্টিং গ্রহণ করা হবে না।
আগ্রহীদের স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার ও ভর্তি ওইদিন বিকাল ৩টা থেকে শুরু হবে।
এছাড়া অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে (যদি থাকে) ভর্তি আগামী ২ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা থেকে একই স্থানে শুরু হবে।
ভর্তি সংক্রান্ত সব তথ্য প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sau.ac.bd পাওয়া যাবে।
এছাড়া ফেসবুক পেইজ https://www.facebook.com/SylhetAgriculturalUniversity থেকেও এ সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপটেড জানা যাবে।
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কয়েক দফা তারিখ পরিবর্তনের পর গত ১৮ জানুয়ারি সিকৃবি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর সিকৃবির ছয়টি অনুষদের অধীনে ৫ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরে ওইদিন রাতেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে মোট ৩৪০ জনের মেধা তালিকা, ৩০ জনের সংরক্ষিত, ৬৮০ জনের অপেক্ষমান ও ৬০ জনের সংরক্ষিত আসনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪