ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লালপুরে ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

নাটোর: নাটোরের লালপুর উপজেলার ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে নর্থ বেঙ্গল সুগার মিলের সুগারসেস প্রকল্পের শিক্ষা কর্মসূচির আওতায় ২০টি কম্পিউটারসহ ১৩ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে মিলের অতিথি ভবনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ  কম্পিউটার ও চেক হস্তান্তর করেন।



লালপুর উপজেলায় ৪৭টি, বাগাতিপাড়া উপজেলার চারটি এবং বড়াইগ্রাম উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ লাখ ৬০ হাজার টাকার অনুদান চেক দেওয়া হয়। এদের মধ্যে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি করে কম্পিউটার দেওয়া হয়। এছাড়া ৪০টি প্রতিষ্ঠানের উন্নয়নে ৭ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ ইউনুস আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মুর্তজা বাবু, সাবেক সিবিএ সভাপতি খাইরুল বাসার ভাদু ও আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।