ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

শিক্ষা

শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, জানুয়ারি ২৬, ২০১৪
শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: পরীক্ষার দুই দিনের মাথায় প্রকাশ হলো রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভর্তি পরীক্ষার ফল। রোববার বিকেলে এই ফল প্রকাশ হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম।



বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে এই ফল জানা যাবে বলে জানান বশিরুল। মূল মেধা তালিকা থেকে ভর্তি করা হবে ২৮ এবং ২৯ জানুয়ারি। ক্লাস শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে।

গত ২৯ নভেম্বর ও ১৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ থাকলেও অবরোধ ও হরতালের কারণে তা স্থগিত করে ২৪ জানুয়ারি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছিলো কর্তৃপক্ষ।

এবার ৩টি অনুষদে ৫শ’ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেন ১৫ হাজার ৯৫০ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে অংশ নেন ৩২ জন শিক্ষার্থী।

শেকৃবিতে ৩টি অনুষদে মোট আসন সংখ্যা ৫শটি । এর মধ্যে কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে আসন ৭৫টি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।