ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে।

পরীক্ষায় গড় পাসের হার ৮৩ শতাংশ।



পরীক্ষায় মানবিক বিভাগে এক লাখ ৭০ হাজার ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬৭ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৯৮ শতাংশ।

বিজ্ঞান বিভাগে ৫৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯২ শতাংশ।

আর ব্যবসায় শিক্ষা বিভাগে এক লাখ ৮৮ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ২৯ হাজার ৪২২ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার ৬৮ শতাংশ।

প্রথম মেধা তালিকাভ‍ুক্ত এক লাখ ৭২ হাজার ৫৮২ জনসহ সব পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জাননো হয়।

সোমবার বেলা ১২টা থেকে পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU AT Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাচ্ছে।

গত ২৭ ডিসেম্বর সারাদেশে মোট ৫১৬টি অধিভুক্ত অনার্স কলেজের ৩০টি বিষয়ে দুই লাখ ৪৭ হাজার ১৪৫ আসনের বিপরীতে চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions থেকে ফলাফল পাওয়া যাবে।

মেধা তালিকায় অন্তর্ভুক্তদের ভর্তির বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪/আপডেট: ১৫২২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।