ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সান্ধ্যকোর্স বন্ধে রাবিতে ক্লাস বর্জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
সান্ধ্যকোর্স বন্ধে রাবিতে ক্লাস বর্জন

রাবি: বাণিজ্যিক সান্ধ্য কোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরনো ফোকলোর চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে বুধবার ক্লাস বর্জন ও প্রশাসন ভবন অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী।

আর আন্দোলনে সহমত প্রকাশ করে সমাবেশে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, নাট্যকলা ও সংগীত বিভাগের কাজী সুস্মিন আাফসানা ও উল্লাস হাবীব জাকারিয়া।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- আয়াতুল্লাহ খোমেনি, আলমগীর হোসেন সুজন, আবু সুফিয়ান বখশী, আব্দুল্লাহ আল মুইজ ও আহসান হাবিব রকি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।