ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে বাংলাদেশ

ঢাকা: শিক্ষার্থীরা যদি তাদের মূল্যবোধ ও দায়িত্ব নিয়ে স্ব-শিক্ষিত হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে তাহলেই বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হলরুমে ‘উন্নত জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম এ কথা বলেন।


শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ উপলক্ষে মেধা বিকাশ সোসাইটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফজলুল করিম বলেন, নিজেকে সম্মানিত করতে হলে প্রথমে অন্যকে সম্মান দিতে হবে। শিক্ষার মাধ্যমেই কেবল নিজেকে জাতির কাছে তুলে ধরা সম্ভব। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভায় কক্সবাজার জেলা মহিলা লীগের সভানেত্রী কানিজ ফাতেমা বলেন, বৈষম্যহীনতা থেকে বেরিয়ে আসতে হবে। যেসব শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে শিক্ষার আলো। অতীতে এভাবে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার তেমন ব্যবস্থা ছিল না। তোমরা যেহেতু এটা পাচ্ছ তাই তোমাদের দায়িত্বও অনেক বেশি।

আলোচনা সভায় এস এম আনোয়ার হোসেন অপুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন মির্জাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, লেখক ও মুক্তিযোদ্ধা অধ্যাপক আলেয়া চৌধুরী, ড. এম মোশারফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।