ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
ইবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ

ইবি (কুষ্টিয়া): কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্য নির্বাহী পরিষদ নির্বাচন-২০১৪ এর ভোটগ্রহণ শেষ হয়েছে।  

 

সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এতে ৩৫৬ জন ভোটারের  মধ্যে ৩২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।  

 

প্রগতিশীল শিক্ষকদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ এনে নিবার্চন থেকে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা সরে দাঁড়ালে ভোটগ্রহণ সকাল ১০টার দিকে স্থগিত হয়ে  যায়। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে আবারো ভোটগ্রহণ শুরু হয়।

 

দুপুর ২টার দিকে  ভোটগ্রহণ শেষ হয়। দুপুরে বিরতির পর বর্তমানে ভোটগণনা চলছে।  

 

সন্ধ্যার পরে নির্বাচনের ফলাফল প্রকাশ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

 

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।