ঢাকা: সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শিক্ষা সফরে যান। এসময় দু’জন শিক্ষক বনবিভাগের বন সংরক্ষকের দেওয়া অনুমতিপত্র ইজারাদার কর্তৃপক্ষকে দেখান এবং সে অনুযায়ী টিকিট দেওয়ার জন্য অনুরোধ জানান।
কিন্তু ইজারাদাররা তা অগ্রাহ্য করে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। শিক্ষকরা তাদের সংযত আচরণ করতে বলেন। মুহূর্তের মধ্যে ইজারাদারদের লোকজন লাঠিসোটা নিয়ে আসার জন্য চিৎকার করেন।
এসময় প্রায় ১৫ জন লাঠি, হকিস্টিক, দেশীয় অস্ত্র (শাবল, দা, রড) নিয়ে আসে ও দফায় দফায় আক্রমণ চালায়।
শিক্ষকরা তাদের থামাতে গেলে শিক্ষকদের অশ্লীল ভাষায় গালিগালাজ সহ শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে শিক্ষকসহ ২৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ১২ জন লাঠি ও রডের আঘাতে মারাত্মকভাবে আহত হন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিসহ ছয়দফা দাবি জানিয়েছে।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মৌন মিছিল, মানববন্ধন, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট, শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
এরপরও দাবি আদায় না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ আমরণ অনশনের মতো কর্মসূচী দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪