ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি- সমমানের পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪
এসএসসি- সমমানের পরীক্ষা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোববার সকাল ১০টায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এসএসসি পর্যায়ে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র দিয়ে ৮টি শিক্ষা বোর্ডের এ পরীক্ষা শুরু হলো।

পরীক্ষার সূচি অনুযায়ী, ২২ মার্চ পর্যন্ত তত্ত্বীয় বিষয়ে ও ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দাখিল পরীক্ষা শুরু হলো কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার মাধ্যমে।

৪টি বিষয় বাদ দিয়ে অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা শুরুর ৫ মিনিটের মধ্যেই মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি পরীক্ষার্থীদের সাথে কথা বলেন।

চলতি বছর মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ছাত্রের সংখ্যা সাত লাখ ৩৩ হাজার ২০২ এবং ছাত্রীর সংখ্যা ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন।

এবার ৮টি সাধারণ শিক্ষা বোডের্র অধীনে এসএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হলো ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৩৬ হাজার ২১৭ জন ও ছাত্রী পাঁচ লাখ ৫৪ হাজার ৩৩৮ জন।

দাখিল পরীক্ষায় মোট শিক্ষার্থী দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ২১ হাজার ৬০১ জন ও ছাত্রী এক লাখ ১৮ হাজার ১৪৮ জন।

এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ দুই হাজার ৪২৩ জন। এর মধ্যে ছাত্র ৭৫ হাজার ৩৮৪ জন ও ছাত্রী ২৭ হাজার ৩৯ জন।

এবার দেশের বাইরে জেদ্দা, রিয়াদ,ত্রিপলী, দোহা,আবুধাবী.দুবাই ও বাহরাইনের ৭টি কেন্দ্র থেকে মোট ২৯৬ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৬০ জন ছাত্রী রয়েছে।

এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজী ১ম ও ২য় পত্র এবং গণিত বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।

শনিবার শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় তিনি বলেন, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন। কেন্দ্র বেড়েছে ১৮৪টি এবং মোট প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ৪১৬টি। মোট পরীক্ষা কেন্দ্র হচ্ছে ২ হাজার ৯শত ৪২টি।

ঢাকা বোর্ডের ৩৫৯টি কেন্দ্রে ৩ লাখ ৪৩ হাজার ১২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ১ লাখ ৭১ হাজার ৭৪৪ জন ছাত্রী।
রাজশাহী বোর্ডের ১৯৬ টি কেন্দ্রে ১ লাখ ২২ হাজার ৯৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৫৯ হাজার ১৮০ জন ছাত্রী।
কুমিল্লা বোর্ডের ২২৪ টি কেন্দ্রে ১ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৭৮ হাজার ৯৯৯ জন ছাত্রী।
যশোর বোর্ডের ২৩১ টি কেন্দ্রে ১ লাখ ৩০ হাজার ৩০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৬৩ হাজার ৯৭০ জন ছাত্রী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১৫৯টি কেন্দ্রে ৯২ হাজার ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৪৯ হাজার ১১৫ জন ছাত্রী।

বরিশাল বোর্ডের ১০ টি কেন্দ্রে ৭০ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৩৫ হাজার ২১৯ জন ছাত্রী।
সিলেট বোর্ডের ১১৫টি কেন্দ্রে ৬৮ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৩৮ হাজার ৩৪ জন ছাত্রী।
দিনাজপুর বোর্ডের ২২৪ টি কেন্দ্রে ১ লাখ ১৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৫৮ হাজার ৭৭ জন ছাত্রী।

নুরুল ইসলাম নাহিদ জানান, এবার যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে আশা করা যায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হবে। এবার শিক্ষকেরাও পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। তবে কেন্দ্র সচিব পরীক্ষার কাজে একটি ফোন ব্যবহার করতে পারবেন।

তাছাড়া এবার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সে ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

** এসএসসি পরীক্ষা শুরু রোববার


বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।