ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবি উপাচার্যের বাসভবনে পিঠা উৎসব

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪
বাকৃবি উপাচার্যের বাসভবনে পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যের বাসভবনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে নিজ বাসভবনে এ উৎসবের আয়োজন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হক।



পিঠা উৎসবে বাকৃবি ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা, প্রক্টর অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান, বাকৃবি শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাসহ দেড় শতাধিক শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

উৎসবে ভাপা, পাটি-সাপটা, চিতইসহ দেশীয় কয়েক রকমের পিঠা স্থান পায়। পরে উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।