ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা ৯ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা ৯ মার্চ

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।

আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেবেন।



প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৬০ হাজার প্রধান শিক্ষক ও সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক রয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বাংলানিউজকে জানান, প্রধান শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে  সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির বিষয়টিও চূড়ান্ত হয়েছে।

আগামী ৯ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

পদমর্যাদা ও বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের ওই দাবি পূরণে উদ্যোগ নিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে তা আটকে থাকে। গত নভেম্বরে এতে সম্মতি পাওয়া যায়।

তবে পদমর্যাদা এবং বেতন বাড়ানোর সঙ্গে তিনটি শর্ত দেওয়া হয়। শর্তানুযায়ী, প্রধান শিক্ষক পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলে নতুন নিয়োগ ও পদোন্নতি পিএসসির আওতাভূক্ত হবে।

এছাড়া প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণি হলে বর্তমানে কর্মরত প্রধান শিক্ষক যাদের শিক্ষাগত যোগ্যতা নিয়োগবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে প্রযোজনীয় ব্যবস্থা নিতে হবে।

বেতন স্কেল বৃদ্ধির ফলে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন চার হাজার ৯০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ২০০ টাকা হবে (গ্রেড-১৪)।

আর প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন চার হাজার ৭০০ টাকা থেকে বেড়ে চার হাজার ৯০০ টাকা হবে (গ্রেড ১৫)।

প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদার পাশাপাশি তাদের বেতনও বাড়বে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ক্ষেত্রে ছয় হাজার ৪০০ টাকা (গ্রেড-১১) বৃদ্ধি পাবে, বর্তমানে যা পাঁচ হাজার ৫০০ টাকা রয়েছে।

প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের মূল বেতন স্কেল ধরা হয়েছে পাঁচ হাজার ৯০০ (গ্রেড-১২) টাকা। বর্তমানে তারা প‍ান পাঁচ হাজার ২০০ টাকা।

মোস্তাফিজুর রহমান আরো বলেন, আগের ৩৭ হাজার ৬৭২টি সরকারি বিদ্যালয়ের পাশাপাশি নতুন সরকারি হওয়া প্রায় ২৩ হাজার বিদ্যালয়ের শিক্ষকরাও এই সুবিধা পাবেন।

বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠেয় গত  ৫ জানুয়ারির নির্বাচনের পর ক্ষমতাসীন সরকারের আমলে প্রাথমিক শিক্ষকরা এটাই সবচেয়ে বড় সুবিধা পাচ্ছেন।

এর আগে গত বছরের জানুয়ারি মাসে বেসরকারি, নিবন্ধনপ্রাপ্ত ও অনুমতিপ্রাপ্ত প্রায় ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।