ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

আইন লঙ্ঘন করায় ঢাবির বাস চালক বরখাস্ত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৯, মার্চ ১১, ২০১৪
আইন লঙ্ঘন করায় ঢাবির বাস চালক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টো রাস্তায় গাড়ি চালানোর অভিযোগে সাভার-নবীনগর রুটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাস ‘হেমন্ত’র চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে রুটটির বাস হেমন্ত’র চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।



সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল রুটের ড্রাইভারকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার নির্দেশ প্রদান করেছে। অন্যথায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী ড্রাইভারের বিরুদ্ধে ভবিষ্যতেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ।

তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের বাসে চলাচলকারী শিক্ষার্থীদেরও এ ব্যাপারে সতর্কতা অবলম্বন কর‍ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।