ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
রাবিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

রাবি: রাজশাহী অঞ্চলের ৫ম আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৩ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় দ্বিতীয় বিজ্ঞান ভবন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকাসহ অন্যান্য পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর শওকত আলী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর মো. আব্দুল আলী উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী এই অলিম্পিয়াডে সভাপতিত্ব করেন ৫ম আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৩ রাজশাহী অঞ্চলের আহ্বায়ক গণিত বিভাগের সভাপতি প্রফেসর মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন ৫ম আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৩ এর সদস্য-সচিব প্রফেসর কাজী সেলিনা সুলতানা।

বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সমাপনী অনুষ্ঠানে অলিম্পিয়াডের বিভিন্ন পর্বে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ  ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।