ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৪ মার্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
যশোর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৪ মার্চ

যশোর: আগামী ১৪ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা গ্রহণের লক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন বিন্যাসসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।



যবিপ্রবির গণসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল জানান, বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিষয়ে ৬১০টি আসনের বিপরীতে ১১ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় নেমেছেন। এতে আসন প্রতি প্রতিযোগিতায় নেমেছেন প্রায় ১৯ জন শিক্ষার্থী।
 
আসন বিন্যাস ও ডিউটি প্রণয়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আনিছুর রহমান জানান, ১৪ মার্চ সকাল ১০টায় ‘বি’ ইউনিটের এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় ১১১০০০৫ থেকে ২৪১০৫৮৭ রোল নম্বর ধারীদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং ১২১০২৪৭ থেকে ২৫১১৪০৫ রোল নম্বরধারীদের ছাতিয়ানতলা চূড়ামনকাটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে।
 
এছাড়া ১২১০০০৬ থেকে ১২২১৩৪২ নম্বর রোল পর্যন্ত ডা. আবদুর রাজ্জাক কলেজ, ১১২১৩৫৪ থেকে ১৪১০৫৪৩ পর্যন্ত মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, ১৪১০৫৪৭ থেকে ২২১০৪৭৪ পর্যন্ত নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ে, ২২১০৪৭৫ থেকে ২২১২৩৯০ পর্যন্ত যশোর সরকারি সিটি কলেজ, ২২১২৩৯১ থেকে ২২১৪৭৫৯ পর্যন্ত ক্যান্টনমেন্ট কলেজ এবং ২২১৪৭৬০ থেকে ২৪১০৭৪৮ পর্যন্ত যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা নেওয়া হবে।
 
আর বিকেল ৩টায় ১৬১০১৪৬ থেকে ২৮১১০০৫ মোট ১২০১ জন এ ইউনিটের শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।