জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১২ জন শিক্ষার্থীকে হামলাকারী হিসেবে উল্লেখ করে তাদের বিচারের দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ’ ব্যানারের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে তারা বলেন, ১ দিনের মধ্যে হামলাকারীদের বিচার করতে হবে।
স্মারকলিপিতে অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, আব্দুল কাইয়ুম বিপুল (ইংরেজি, ৩৮তম ব্যাচ), শামীম (ইতিহাস, ৩৯তম ব্যাচ), আসিফ (রসায়ন, ৩৯তম ব্যাচ), সজল (দর্শন ৪২ ব্যাচ), সজল (প্রত্নতত্ত্ব), সৌমিক (লোক প্রশাসন), ইসতিয়াক (দর্শন), আনিস ( আইবিএ), মনোজিৎ (প্রত্নতত্ত্ব)), দ্বীপ (গণিত), ফাহিম (নৃ-বিজ্ঞান), মারুফ (সরকার ও রাজনীতি)।
এদের মধ্যে আব্দুল কাইয়ুম বিপুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
১১ মে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উল্লেখিত শিক্ষার্থীরা শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থী শামীমকে রড, পাইপ দিয়ে পরিকল্পিতভাবে হামলা করে বলে স্মারকলিপিতে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত ১২টার মধ্যে তাদের ক্যাম্পাস থেকে শাস্তি দিয়ে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি পুলিশের হাতে সোপর্দ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেয় তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আমি উপাচার্যের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেছি। তিনি ঢাকায় আছেন। রাতে ক্যাম্পাসে ফিরলে স্মারকলিপি তার কাছে পৌঁছে দেব।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১৩, ২০১৪