ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে ছাত্রলীগের পাঠচক্র

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ১২, ২০১৪
বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে ছাত্রলীগের পাঠচক্র

ঢাকা: বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে সরকারি কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী পাঠচক্র স্ব-স্ব প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র কার্যক্রমের অংশ হিসেবে এ পাঠচক্রের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে বদিউজ্জামান সোহাগ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আদর্শবাদী ও আত্মত্যাগী নেতা হিসেবে আজীবন সংগ্রাম করে গেছেন, বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীনতা। বাংলার মানুষের মুক্তির এ মহানায়কের জীবনী নিয়ে পাঠচক্রের আয়োজন করতে পেরে ছাত্রলীগ গর্বিত।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।