ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী শিক্ষাবোর্ড

বিধি ভেঙে কর্মকর্তা নিয়োগের উদ্যোগের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
বিধি ভেঙে কর্মকর্তা নিয়োগের উদ্যোগের অভিযোগ

রাজশাহী: নিয়োগ বিধিমালা ও জনবল কাঠামো অনুযায়ী ১২টি প্রথম শ্রেণীর পদের ৬০ শতাংশ বিসিএস শিক্ষা ক্যাডারের জন্য সংরক্ষণের আইন থাকলেও নির্ধারিত ওইসব পদ পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ নিয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর রাজশাহী শিক্ষাবোর্ডের এ সংক্রান্ত সিলেকশন কমিটি পদগুলো পূরণে বৈঠক করবেন।



বিধি লঙ্ঘন করে পদোন্নতির মাধ্যমে পদগুলো পূরণে কর্তৃপক্ষের চলমান উদ্যোগ বন্ধের দাবিতে মঙ্গলবার শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

এদিকে বুধবার রাজশাহীতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিসিএস শিক্ষা সমিতির কর্মকর্তারা সাক্ষাৎ করে শিক্ষাবোর্ডের এ উদ্যোগ বন্ধের অনুরোধ জানাবেন।

বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, বিধিমালা অনুযায়ী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক পদে বিএসএস শিক্ষা সমিতির কর্মকর্তাদের ৩ বছরের জন্য প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এর বাইরে উপ- পদমর্যাদার আরো ১২টি পদ রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ডে যেগুলোর ৬০ শতাংশ পদ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মকর্তাদের প্রেষণে নিয়োগের মাধ্যমে পূরণ করার নিয়ম রয়েছে। বাকি ৪০ শতাংশ পদে শিক্ষা বোর্ডের নিজস্ব যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার নির্দিষ্ট পদে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে।  

প্রথম শ্রেণীর উপ-পদমর্যাদার পদগুলোর মধ্যে বিসিএস ক্যাডারের কর্মকর্তারা ৫টি পদে নিয়োগ পেতে পারেন। কিন্তু অভিযোগে উঠেছে, এসব পদ নিজস্ব কর্মকর্তাদের দিয়ে পূরণের আয়োজন করেছে শিক্ষাবোর্ড। আর এসব পদে নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলে দুর্নীতি ও অদক্ষতার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে ভারসাম্যহীনতার সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তবে রাজশাহী শিক্ষাবোর্ডের সিলেকশন কমিটি-১ এর অন্যতম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল কাশেম বলেন, জনবল কাঠামো ও নিয়োগবিধিতে যা আছে সেভাবেই পদগুলো পূরণ করা উচিত। তিনিও সভায় এমন মতামতই দেবেন।

অপরদিকে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ মিয়া বলেন, ২৫ বছর ধরে প্রথম শ্রেণীর অনেকগুলো পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হচ্ছে। এখন নতুন করে সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি পদ দাবি করলে হবে না। আগের চেয়ারম্যান সাহেবরা নিয়োগে যে রীতি অনুসরণ করেছেন তাকেও তাই করতে হবে বলে জানান নতুন এ শিক্ষাবোর্ড চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ