ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে ‌‘সমুদ্র বিজয়: সম্পদ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, সেপ্টেম্বর ১৩, ২০১৪
রাবিতে ‌‘সমুদ্র বিজয়: সম্পদ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সমুদ্র বিজয়: সম্পদ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ এবং ভূতত্ত্ব খনিবিদ্যা সমিতির যৌথ উদ্যোগে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও সমুদ্র বিজয়ে অংশগ্রহণকারী বিশিষ্ট ভূতত্ত্ববীদ ড. সিরাজুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, আমরা অনেক প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রে বিজয় লাভ করেছি। আমাদের এ বিজয়কে যথাযথভাবে রক্ষা করতে হবে। সমুদ্র বিষয়ক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি জাতীয় কমিটি গঠন করা দরকার বলে মত দেন তিনি।  

বাংলাদেশে ভূ-তাত্ত্বিক সম্পদের অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি এ সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ভূ-তাত্ত্বিক গবেষকদের প্রতি আহ্ববান জানান।

সেমিনারের প্রধান বক্তা ড. সিরাজুর রহমান খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে সংসদে একটি আইন পাস করেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সমুদ্রে ২০০ নটিক্যাল মাইল পায়। বাংলাদেশ বিশ্বের প্রথম রাষ্ট্র যে দেশের সংসদ থেকে সমুদ্র বিষয়ক আইন পাস করা হয়।

তিনি আরও বলেন, মিয়ানমার ও ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে যে সমস্যা ছিল বর্তমানে সরকার তা সমাধান করতে সক্ষম হয়েছেন।

সেমিনারে বিভিন্ন অনুষদের অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারটি সঞ্চালনা করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।