ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুর্যোগ মোকাবেলায় ইউল্যাবের ইমারজেন্সি অ্যাকশন টিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
দুর্যোগ মোকাবেলায় ইউল্যাবের ইমারজেন্সি অ্যাকশন টিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ইমারজেন্সি অ্যাকশন টিম (ইএটি) নামে একটি প্রশিক্ষিত দল গঠন করেছে।

রোববার থেকে বৃহস্পতিবার (১৪-১৮ সেপ্টেম্বর) পর্যন্ত ইউল্যাবের ৬০ জন কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।



গ্র্যাসহোপার্স গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হয়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব সময়ই ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীতে মুখর থাকে। আর তাই যে কোনো দুর্যোগে এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনাও বেশি।

বাংলাদেশে প্রথমবারের মতো ইউল্যাব দুর্যোগ মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যে কোনো সাহায্যে তারা এগিয়ে আসতে পারবে।

ইমারজেন্সি অ্যাকশন টিম (ইএটি) গঠনের মাধ্যমে ইউল্যাব এখন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইএটি’কে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দুর্যোগ মোকাবেলায় দক্ষ করে গড়ে তোলা হয়েছে। আর তাই যে কোনো দুর্যোগে ছাত্র-ছাত্রীসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেবে এই টিম।

স্বতঃস্ফূর্তভাবেই ইউল্যাবের কর্মকর্তা, কর্মচারীগণ এই প্রশিক্ষণে নেন।

প্রশিক্ষণের ধরন অনুযায়ী ফায়ার ফাইটিং টিম, রেসকিউ টিম এবং ফার্স্ট এইড ও সাপোর্ট টিম, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

ইউল্যাবের রেজিস্ট্রার লে. কর্ণেল মো. ফয়জুল ইসলামের তত্ত্বাবধানে এই তিনটি দল পরিচালিত হবে।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র উপদেষ্টা প্রফেসর ব্রায়ান সোস্মিথ প্রশিক্ষণ অনুষ্ঠানে ইমারজেন্সি অ্যাকশন টিমের উদ্দেশ্য ও এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ