ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি ক্যাম্পাসে ফের অচলাবস্থা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
ইবি ক্যাম্পাসে ফের অচলাবস্থা

ইবি (কুষ্টিয়া): কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসগামী বাস আটকে রাখায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

চাকরি প্রত্যাশি ছাত্রলীগ নেতাকর্মীরা শনিবার ক্যাম্পাসগামী প্রায় সবকটি বাস বন্ধ করে দেয়।

এতে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা সকাল ৮টা ও ১০টার সবকয়টি বাস আটকে রাখে। পরে, সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন রুটের ৬০টি বাসের মধ্যে পুলিশ প্রহরায় শিক্ষকদের বহনকারী ৬টি বাস ক্যাম্পাসে নিয়ে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের কোনো বাস ক্যাম্পাসে না আসায় কোনো বিভাগে ক্লাস হয়নি। তবে, কয়েকটি বিভাগের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, বিভিন্ন রুট থেকে বিকেল সাড়ে ৪টার কোনো বাসও ক্যাম্পাসে প্রবেশ করেনি এবং রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসগামী কোনো বাস আসবেনা বলে জানা গেছে।

এদিকে, ইবি শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ চাকরি প্রত্যাশী এই গ্রুপের সঙ্গে সমঝোতা করে ক্যাম্পাস অচল করেছে বলে অভিযোগ উঠেছে। চাকরি প্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েক নেতাকর্মী শুক্রবার বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী গাড়াগঞ্জ এবং ঝিনাইদহ শহরে দফায় দফায় বৈঠক করেছে বলে ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজার গিফারি গাফ্ফার বাংলানিউজকে বলেন, চাকরি প্রত্যাশীদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। যারা আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে তারা চাকরি প্রত্যাশীদের নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসন বিরোধী আন্দোলন করেছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. টি এম লোকমান হাকিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বলেন, ‘আমি একটু আগে ক্যাম্পাস থেকে এসেছি। ’ এর পর মোবাইলের সংযোগ কেটে দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ