ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রযুক্তিনির্ভর তরুণরা দেশ গড়ার হাতিয়ার

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
প্রযুক্তিনির্ভর তরুণরা দেশ গড়ার হাতিয়ার

নোবিপ্রবি: প্রযুক্তিনির্ভর তরুণরাই উন্নত দেশ গড়ার মূল হাতিয়ার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ।
 
সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, দক্ষ মেধাবী গ্র্যাজুয়েটদের অদম্য ইচ্ছা ও আন্তরিকতা আগামীদিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে। তিনি গ্র্যাজুয়েটদের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মো. মমিনুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নোবিপ্রবির উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবুল হোসেন।
 
এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে সমাবর্তন শুরু হয়। সমাবর্তনে প্রায় ৬০০ শিক্ষার্থীকে স্নাতক ও ১৫০ জন শিক্ষার্থীকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।

এছাড়া সমাবর্তনে ৮ জনকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ৩ জনকে ভাইস চ্যান্সেলর পদক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ