ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবি শিক্ষক সমিতির ক্লাস ও পরীক্ষা বর্জন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
নোবিপ্রবি শিক্ষক সমিতির ক্লাস ও পরীক্ষা বর্জন

নোবিপ্রবি (নোয়াখালী): সমাবর্তনে ব্যাপক অনিয়ম, শিক্ষকদেরকে হুমকি দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকরা।

এছাড়া তারা হুমকি দাতাদের শাস্তি না হওয়া পর্যন্ত কোনো একাডেমিক কার্যক্রমেও অংশগ্রহণ করবেন না বলে জানান শিক্ষক নেতারা।



মঙ্গলবার নোবিপ্রবি শিক্ষক সমিতি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সোমবার প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষকদের বসার জায়গায় বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা বসে থাকে। তাদেরকে উঠে যাওয়ার অনুরোধ করা হলেও তারা না উঠায় শিক্ষক সমিতির নেতারা সমাবর্তন স্থল ত্যাগ করেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক সমিতির এক নেতা বাংলানিউজকে জানান, সমাবর্তন শেষে বিশ্ববিদ্যালয়ের সহ রেজিস্টার সাইফুদ্দিন শিক্ষকদের হাতের কব্জি কেটে নেওয়ার হুমকি দেয়। এছাড়াও আরেক উপ রেজিস্টার জসিম উদ্দিন ও সহ পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াহেদ উল্লাহ শিক্ষকদেরকে দেখে নেওয়ার হুমকি দেন।

শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ বাহাদুর বাংলানিউজকে জানান, আমরা ভিসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থা নেওয়া না পর্যন্ত আমরা কোনো ক্লাস ও পরীক্ষায় ফিরে যাব না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মমিনুল হক বাংলানিউজকে জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ