ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভাষাসৈনিক মতিনের শারীরিক অবস্থার অবনতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
ভাষাসৈনিক মতিনের শারীরিক অবস্থার অবনতি ভাষাসৈনিক আব্দুল মতিন

ঢাকা: ভাষাসৈনিক আব্দুল মতিনের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। এর আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হলেও, গত তিনদিন ধরে তার অবস্থা অবনতির দিকে।



বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার তার নিকটজন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার বাংলানিউজকে এ খবর জানান।

আবদুস সাত্তার বলেন, গত তিন দিন ধরে তার শ্বাসকষ্ট বেড়েছে। ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকরা সনাক্ত করেছেন। সব ধরনের চেষ্টা করেও তার শ্বাসকষ্ট কমানো যাচ্ছে না।

টেলিফোনে আলাপকালে তিনি আরও জানান, ভাষাসৈনিক মতিনের গলায় নল ঢুকিয়ে পানি পরিষ্কারের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে পারছেন না বিশেষজ্ঞ ডাক্তাররা। তবে অবস্থা বুঝে তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।

এর আগে গত ১৮ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেওয়া হয়। ২০ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের জমাটবাঁধা রক্ত অপসারণ করা হয়। তখন থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভাষাসৈনিক মতিনের পাশে রয়েছেন তার সহধর্মিণী গুলবদন নেসা। তার চিকিৎসার সব ব্যয় সরকার বহন করছে।

৮৮ বছরের এ ভাষাসৈনিক ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রস্টেট গ্ল্যান্ডসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।