ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মিরসরাই জেবি স্কুলের পুর্নমিলনী বিষয়ক জরুরি সভা রোববার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৪
মিরসরাই জেবি স্কুলের পুর্নমিলনী বিষয়ক জরুরি সভা রোববার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই: চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জে বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।

রোববার বিকেল ৩টায় স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হবে।



সভায় কর্মপরিকল্পনাসহ জরুরি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আগামী ৮ অক্টোবর স্কুল ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

জে বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জে বি অ্যাক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক জুয়েল কমিটির সব সদস্য ও ব্যাচ প্রতিনিধিদেরকে রোববারের জরুরি সভায় যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সভায় অনুষ্ঠানের কর্মপরিকল্পনা, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়, সাংস্কৃতিক পর্বের প্রস্তুতি এবং প্রীতিভোজ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া ফেসবুক ফ্যান পেইজে এ সংক্রান্ত নোটিশ ইতোমধ্যে আপলোড করা হয়েছে।

আয়োজক কমিটির অন্যতম সদস্য জিয়াউল হক জিল্লু বাংলানিউজকে জানান, ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রয়েছে। ইতোমধ্যে অনেকে শহর ছেড়ে গ্রামের বাড়িতে এসে পৌঁছেছেন।

অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তিনি রোববারের সভায় সব ব্যাচ প্রতিনিধি ও কমিটির সব সদস্যকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

** মিরসরাই জেবি স্কুলের পুর্নমিলনী ৮ অক্টোবর

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।