ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৪৯তম সমার্বতন ১৩ জানুয়ারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
ঢাবির ৪৯তম সমার্বতন ১৩ জানুয়ারি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমার্বতন অনুষ্ঠিত হবে ২০১৫ সালের ১৩ জানুয়ারি। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ড. ফ্রান্সিস জুরি।

অনুষ্ঠানে ড. ফ্রন্সিসকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক
শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এবারের সমাবর্তনে বিগত ৭ এপ্রিল অনুষ্ঠিত ৪৮তম সমাবর্তনের পর থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

রেজিস্ট্রার রেজাউর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই সভায় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়নি। ড. ফ্রান্সিসের সঙ্গে আলাপের পর গতকাল সোমবার জানুয়ারির ১৩ তারিখ সমাবর্তনের দিন নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।