ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাজেট স্বল্পতায় শিক্ষকদের কল্যাণ সুবিধার অর্থ দিতে বিলম্ব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
বাজেট স্বল্পতায় শিক্ষকদের কল্যাণ সুবিধার অর্থ দিতে বিলম্ব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষাখাতে যথেষ্ট বাজেট না থাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের যথাসময়ে কল্যাণ সুবিধার টাকা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মকর্তাদের কল্যাণ সুবিধার অর্থ বরাদ্দ অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী।



শিক্ষামন্ত্রী বলেন, গত ৫ বছরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আড়াই গুণ। অথচ সেই অনুসারে বাজেট বাড়ছে না। যথেষ্ট অর্থ না থাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের যথাসময়ে কল্যাণ সুবিধার টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।

এসময় শিক্ষায় বাজেট বাড়ানোরও দাবি জানান মন্ত্রী।

গত ছয় বছরে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মকর্তাদের কল্যণ তহবিল থেকে ছয় কোটি ৯৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

আর এর আগে গত ১৮ বছরে এই খাতে মাত্র দুই কোটি ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে। এই সময়ের টাকা গেল কোথায় তা ব্যাখ্যার দরকার নেই জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা সবই বুঝতে পারছেন।

অনুষ্ঠানে ৫১০ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মৃত ও অসুস্থ শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার ১১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৪১৩ টাকার চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

আগে এই অবসরের টাকা তুলতে অর্ধেক টাকাই খরচ হয়ে যেত জানিয়ে মন্ত্রী বলেন, এখন সময় পাল্টেছে। এখন শিক্ষকরা টাকার পিছনে নয়, টাকাই শিক্ষকদের পিছনে ঘুরছে।

আবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার বড় ধাপ আমরা অতিক্রম করছি। এখন ৯৯ শতাংশ ছেলেমেয়ে স্কুলে ভর্তি হচ্ছে, তবে তাদের ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ।

শিক্ষার মান নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হতাশ করতে শিক্ষার মান ও পাসের হার নিয়ে নানা কথা বলা হচ্ছে। দয়া করে তাদের হতাশ করবেন না। আমাদের ছেলে-মেয়েরা দুনিয়ার সেরা মেধাবী। কেউ ফেল করতে আসে না।   

শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব আসাদুল হক ও বোর্ডের পরিচালক কাজী মো. রফিকুজ্জামান বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।