ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অবৈধ দোকানে জবি শিক্ষার্থীদের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
অবৈধ দোকানে জবি শিক্ষার্থীদের আগুন

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনের জায়গায় অবৈধভাবে বসানো শীতকালীন কাপড়ের দোকানের প্যান্ডেলে আগুন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।



মোটা অংকের টাকার বিনিময়ে জায়গাটি সদরঘাট নৌকা ও মাঝি লীগের সভাপতি জাবেদ ইকবাল মিঠুকে শীতকালীন কাপড়ের দোকান বসানোর জন্য ভাড়া দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১ টার দিকে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্যাম্পাসে মিছিল বের করে কয়েকশো শিক্ষার্থী।

এক পর্যায়ে ক্ষিপ্ত শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে ছাত্র-শিক্ষক মিলনায়তনের জায়গায় শীতকালীন কাপড়ের দোকানের জন্য বসানো বাঁশের প্যান্ডেল ভেঙে আগুন ধরিয়ে দেয়।
 
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম সাধারণ শিক্ষার্থীদের বাধা দেওয়ার জন্য ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে জাহিদুল ইসলাম ও নাজমুল আলম নামের দুই শিক্ষার্থীর পরিচয়পত্রও ছিনিয়ে নেন শরীফুল ইসলাম।
পরে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তিনি পরিচয়পত্র ফিরিয়ে দিতে বাধ্য হন।

এ ব্যাপারে জবি শিক্ষার্থী নাজমুল আলম বলেন, টিএসসি দখল করে দোকান বসানোয় আমরা তা ভেঙে দিয়েছি। ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আমাদের বাধা দেন। একপর্যায়ে আমারসহ দু’জনের পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে তা ফেরত দিয়েছেন।

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম বলেন, টিএসসি আগেও আমাদের দখলে ছিল বর্তমানেও আছে।

তবে শিক্ষার্থীদের পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।