ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধান শিক্ষকের অপসরণের দাবিতে রংপুরে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
প্রধান শিক্ষকের অপসরণের দাবিতে রংপুরে সমাবেশ

রংপুর: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ নবীজন নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী চাঁদের অপসরণের দাবিতে স্কুলের সামনে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল হোসেন, মোসলেম উদ্দিন, আমিন বিএসসি প্রমুখ।



বক্তারা বলেন, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত কাউনিয়া উপজেলার এই স্কুলটির নামডাক ছিল গোটা রংপুর বিভাগে। কিন্তু প্রধান শিক্ষক নুরনবী চাঁদের অনিয়ম ও দুর্নীতির কারণে স্কুলটি এখন পথে বসেছে।

তারা অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনার জন্য যে দোকানগুলো ছিলো, প্রধান শিক্ষক সেগুলো বিক্রি করে দিয়েছেন। ছাত্রীদের কাছ থেকে আদায় করা টাকাও বিদ্যালয় ফান্ডে জমা রাখা হয়নি।

একইভাবে ছাত্রীদের পরিবহনের বাসটিও প্রধান শিক্ষক বিক্রি করে দিয়েছেন বলে বক্তারা অভিযোগ করেন।

এ সময় তারা আরো বলেন, স্কুলের উন্নয়নের জন্য দানশীল ব্যক্তিদের অর্থ ও ছাত্রীদের উপবৃত্তির টাকাও প্রধান শিক্ষক আত্মসাত করেছেন।

স্কুলের ক্লাসরুম গোদাম ঘর হিসাবে ভাড়া দেওয়ায় শিক্ষার পরিবেশে বিঘ্ন হচ্ছে অভিযোগ করে স্কুলের ছাত্রীরা অভিযোগ করেন,  কম্পিউটার শিক্ষক থাকলেও গত এক বছরে তাদের কোনো ক্লাশ করানো হয়নি।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক নুরনবী চাঁদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।