ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
হরতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

ঢাকা: হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবার, রোববার ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার, রোববার ও সোমবার হরতাল ডেকেছে দলটি।



বুধবার (২৯ অক্টোবর) আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীর এ রায় ঘোষণা করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে তিন দিনের পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত হওয়া এসব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত বাকি সব পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।