ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উইলস লিটল ফ্লাওয়ারে নতুন অধ্যক্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
উইলস লিটল ফ্লাওয়ারে নতুন অধ্যক্ষ ছবি: ফাইল ফটো

ঢাকা: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল তায়েফ উল হককে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।



আদেশে বলা হয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের ন্যস্ত করা হলো।

একই আদেশে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল বাবর মো. সেলিমকে নিজ বাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।