ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে ১৫ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে ১৫ নভেম্বর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২০১৩ সালের অনার্স প্রথম বর্ষের আগামী ৬ নভেম্বরের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ নভেম্বর অনুষ্ঠেয় ভূগোল ও পরিবেশ (ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, ৬৩৪২) পরীক্ষা আগামী ১৫ নভেম্বর এবং পূর্বে স্থগিত গত ৩ নভেম্বরের ভূগোল ও পরিবেশ, গণিত, পদার্থ বিজ্ঞান (ইন্ট্রোডাকশন টু স্ট্যাটেস্টিকস, ৬৩৬২) পরীক্ষা ১৩ নভেম্বর ও ৩০ অক্টোবরের মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ-রসায়ন, ভূগোল ও পরিবেশ, প্রাণিবিজ্ঞান পরীক্ষা (বোটানি-১, ৬৩০২) আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়াও ২০১২ সালের অনার্স চতুর্থ বর্ষ আগামী ৬ নভেম্বর ‍অনুষ্ঠেয় গণিত (৩৭৫৩) পরীক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তবে আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় প্রথম বর্ষের পরীক্ষা পূর্বঘোষিত সংশোধিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।