ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির দুটি স্কুল ও চারুকলায় ভর্তির ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
খুবির দুটি স্কুল ও চারুকলায় ভর্তির ফল প্রকাশ ছবি: ফাইল ফটো

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীব বিজ্ঞান স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল ও চারুকলা ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার (৫ নভেম্বর) প্রকাশ করা হয়েছে।
 
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান দুপুর ১২টায় বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।


 
তিনি জানান, ৩১ অক্টোবর জীব বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান স্কুলের এবং ১ নভেম্বর চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জীব বিজ্ঞান স্কুলের মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের ২৩ নভেম্বর সকাল ৯টায় এবং অপেক্ষমান তালিকার প্রার্থীদেরকে ১ ডিসেম্বর সকাল ৯টায় স্কুলের ডিন অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে।

সামাজিক বিজ্ঞান স্কুলের মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে ভর্তি এবং ২৭ নভেম্বর অপেক্ষমান তালিকার প্রার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তি করা হবে।

চারুকলা ইনস্টিটিউটে মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পছন্দক্রম গ্রহণ ও সাক্ষাৎকার এবং ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইনস্টিটিউটের পরিচালকের দপ্তরে ভর্তির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়া ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে রেজিস্ট্রেশন ও দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের www.ku.ac.bd/admission ওয়েব সাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।