ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে ৮ম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
শেকৃবিতে ৮ম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার (৬ নভেম্বর)। এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।



বুধবার (৫ নভেম্বর) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান ইমরান স্বাক্ষরিত  এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের ১৬টি দল অংশ নেবে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল, কবি কাজী নজরুল ইসলাম হল ও শেখ হাসিনা হল থেকে চারটি করে দল, নবাব সিরাজউদ্দোলা হল থেকে তিনটি এবং ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে একটি দল অংশ নেবে।  

বিতর্ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষ, সেমিনার কক্ষ ও বিভিন্ন ক্লাস কক্ষে অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চূড়ান্ত বিতর্ক ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাদাত উল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর শহীদুর রশীদ ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেটিং সোসাইটির সভাপতি মারুফুর রহমান।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।