ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দাগনভূঞার বিদায়ী শিক্ষা কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
দাগনভূঞার বিদায়ী শিক্ষা কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফেনীর দাগনভূঞা‍ উপজেলার বিদায়ী শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তার‍া।



স্কুলের প্রধান শিক্ষক একেএম সামছুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় স্কুলের উদ্যোক্তা ও সমাজসেবক মো. নুর নবী, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের স‍াধারণ সম্পাদক সিরাজ উল্ল্যা, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জাকির হোসেন, দারুল উলুম মাদ্রাসার সভাপতি আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।  

সাক্ষাৎকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের পাঠদান অনুমতি পেতে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন প্রসাদ ভাওয়াল।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।