ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশ্বমানের শিক্ষা প্রয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশ্বমানের শিক্ষা প্রয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে বিশ্বমানের শিক্ষা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বান্দরবানে দুই দিনের সফরে এসে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, দেশে যে শিক্ষা প্রচলিত আছে তা দিয়ে আধুনিক দেশ গড়া সম্ভব নয়। তাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে হবে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা। আধুনিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের শক্তিকে কাজে লাগাতে হবে।
Bandarban_3 
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন দেশ অভাব অনটনে ডুবে ছিল। বর্তমানে সে অবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষা ব্যবস্থা, খাদ্য, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। বহু সম্ভাবনার মাঝেও সরকারবিরোধী চক্র হরতাল অবরোধ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা করছে। ফলে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এসব অপশক্তিকে পেছনে ঠেলে একটি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে।
Bandarban_2
পাহাড়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলার শিক্ষা ব্যবস্থার দারুণ পরিবর্তন ঘটেছে। এ অঞ্চলের শিক্ষার প্রসারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। পার্বত্যাঞ্চলে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। দূর্গম পাহাড়ের প্রতিটি পাড়া-গ্রামের একটি শিশুও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে জন্যে শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
Bandarban_1
এর আগে সূবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে এক আনন্দ শোভাযাত্রায় অংশ নেন শিক্ষামন্ত্রী। শোভাযাত্রাটি বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়ের উৎসব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, রেভা. বিশপ মজেজ এম কস্তা সিএসসি, সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটির সভাপতি মংক্যচিং চৌধুরী প্রমুখ।
Bandarban_bg
পরে বিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রী।

উল্লেখ্য, বান্দরবান জেলার বঞ্চিত অবহেলিত ছেলে-মেয়েদের মধ্যে জ্ঞানের আলো ছড়াতে ১৯৫৮ সালে ডনবস্কো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে ৬৮৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং ১৭ জন শিক্ষক কর্মরত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।