ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষায় ৩য় দিনে বহিষ্কার ২৫

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
ইবির ভর্তি পরীক্ষায় ৩য় দিনে বহিষ্কার ২৫

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় দিন মঙ্গবালবার পরীক্ষার হলে মোবাইল ফোন বহনের দায়ে ২৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

তবে এদিন মোবাইল ফোনে নকলকরা অবস্থায় কোনো পরীক্ষার্থীকে না পাওয়ায় কাউকে আটক করা হয়নি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।



মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ এবং বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, পরীক্ষার হলে মোবাইল ফোন বহন করা নিষিদ্ধ থাকা স্বত্ত্বেও বিভিন্ন হলে তল্লাশি করে ২৫জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাদেরকে বহিষ্কার করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে চার শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ও ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।