রংপুর: শিক্ষক সমিতির আন্দোলনে এবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারাও একাত্ম হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ একাত্মতা প্রকাশ করেন তারা।
পদোন্নতি পাওয়া শিক্ষকদের পদোন্নতি দেওয়া ও শিক্ষক সমিতির বিভিন্ন দাবি আদায় নিয়ে বেশ কয়েকদিন ধরে বেরোবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।
এরই মধ্যে কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকসহ বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। উপাচার্যের স্বেচ্ছাচারিতার অভিযোগে মঙ্গলবারও প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বেরোবি প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর স্বেচ্ছাচারী আচরণে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার অপকৌশল বন্ধ করে অবিলম্বে যৌক্তিক দাবিগুলো মেনে নিন।
অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক, সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এইচএম তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সংহতি জানিয়ে কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন, এটিজিএম গোলাম ফিরোজ, শামসুল ইসলাম ও আমিনুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪