ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁস রোধে ফেসবুক বন্ধ করা সমাধান নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
প্রশ্নপত্র ফাঁস রোধে ফেসবুক বন্ধ করা সমাধান নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় ফেসবুক বন্ধ করা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
 
রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শুক্রবার (২৮ নভেম্বর) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চলমান রাজনীতি নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী।
 
সুরঞ্জিত বলেন, শিক্ষামন্ত্রী ফেসবুক বন্ধ করে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে চান। কিন্তু ফেসবুক, ই-মেলই, জি-মেইল, মোবাইল এসব বন্ধ করা কোনো সমাধান নয়। প্রযুক্তির সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। তাই বলে এভাবে প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে থাকলে একসময় শিক্ষা মন্ত্রণালয়ই বন্ধ করে দিতে হবে। তাই সবাই মিলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতেই হবে। নিকৃষ্ট এ অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
 
তিনি বলেন, মিডিয়ায় যখন প্রশ্নপত্র ফাঁস হয় তখন মন্ত্রণালয় থেকে প্রেসনোট দেওয়া হয়, যে প্রশ্নপত্র ফাঁস হয়নি। কিন্তু পরবর্তী প্রমাণসহ মিডিয়াতে খবর বেরুলে তা সবাই জেনে যায়। তাই সমস্যাকে অস্বীকার করলে চলবে না। একে স্বীকৃতি দিয়েই সমাধান বের করতে হবে।
 
মধ্যবর্তী নির্বাচন দিলে আওয়ামী লীগের জামানত থাকবে না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আপনারা তো নির্বাচনে আসেননি। আপনাদের তো আমানতই নেই। কাজেই আমানত থাকলে তো আপনাদের জামানত থাকবে। ’
 
আওয়ামী লীগ আবার নির্বাচন দিলে যদি ১০টি আসন পায় তবে মির্জা ফখরুল রাজনীতি ছেড়ে দেবেন-এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বিএনপির ওই শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কবে রাজনীতি করেছেন। রাজনীতি করতে দেশ ও দেশের মানুষকে ভালবেসে ত্যাগ স্বীকার করতে হয়। জঙ্গিবাদ আর জামায়াতের লেজুড়বৃত্তি করলে তা রাজনীতি হয় না। আপনারা বয়সে তরুণ। তাই এসব স্ট্যান্টবাজী ছেড়ে রাজনীতি করুন।
 
সাবেক এই রেলমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছেন বলে খালেদা জিয়া নিজেই স্বীকার করেছেন। নির্বাচনে না গিয়ে বিএনপি গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানসহ নিজেদের অনেক ক্ষতি করেছে। এর মাশুল এখন গুণতে হচ্ছে। বেগম খালেদা জিয়া তা টের পাচ্ছেন। আরো পাবেন।
 
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস সভায় বিএনপির সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগ যাবে না। তাদের সঙ্গে আলোচনার জন্য বিদেশ কেন যেতে হবে বলেও প্রশ্ন তুলেন এই নেতা।
 
সার্ক সম্মেলনে মোদি আর নওয়াজ শরীফ কথা না বলার সমালোচনাও করেন প্রবীণ এ নেতা। তিনি বলেন, তারা কথা না বলায় সার্ক শীর্ষ সম্মেলন সফল হয়নি। পরবর্তীতে যা বিফলতার রূপ নেবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ, বিদুৎ-জ্বালানি সংক্রান্ত চুক্তিতে সফল হয়েছেন। এটা শুধুই এদেশের সফলতা। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
 
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফয়েজ উদ্দীন মিয়া, বঙ্গবন্ধু একাডেমির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ২০১৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমনা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখা যায় কি-না সে বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করা হচ্ছে। এর জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত শুক্রবার এ মন্তব্য করেন।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।